বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনী
বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষকে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা করছে নৌবাহিনী। আইএসপিআর সূত্র জানায়, নৌ কন্টিনজেন্টগুলোর মাধ্যমে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। ডুবুরিসহ নৌবাহিনীর দুই শতাধিক সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনীতে পানিবন্দী মানুষকে উদ্ধার, ত্রাণসামগ্রী বিতরণ ও বিনা মূল্যে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। আজ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফেনীর জয় লস্করপুর উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসকেরা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও রোগীদের বিনা মূল্যে ওষুধ দিচ্ছেন। এতে ২০০ পুরুষ, ২৫০ মহিলা ও ৫০ শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন