বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনী

বন্যাকবলিত মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট গত ২৪ ঘণ্টায় বন্যাকবলিত জেলাগুলোয় প্রায় ৫৫টি বোট ও হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক সাড়ে ৯ হাজার বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে। পাশাপাশি প্রায় পাঁচ হাজার বন্যাদুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোয় চিকিৎসাসহায়তার জন্য সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম মোতায়েন রয়েছে। ফেনীর ফুলগাজী থানা থেকে গতকাল শুক্রবার অন্তঃসত্ত্বা সুমি বেগমকে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে পাঠানো হয়। সেখানে তিনি পুত্রসন্তান প্রসব করেন। বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষকে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা করছে নৌবাহিনী। আইএসপিআর সূত্র জানায়, নৌ কন্টিনজেন্টগুলোর মাধ্যমে এখন পর্যন্ত কয়েক হাজার মান...